প্রচ্ছদ ›› বাণিজ্য

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
০৬ এপ্রিল ২০২৩ ১৫:০১:৪৫ | আপডেট: ২ years আগে
সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৬১২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকালের তুলনায় আজ ডিএসইতে ৮৪ কোটি ৯৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫২৭ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এ দিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৮ পয়েন্টে।

এছাড়াও আজ ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৫টির।