সূচকের উত্থানে মঙ্গলবার শুরু হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। এদিন সবকটি সূচকই রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতায়।
বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শুরুর আধাঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ১৬ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৮০ পয়েন্টে। অপর সূচক ডিএস৩০ একুশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৬০ পয়েন্টে।
সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪১৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার।