কয়েকদিনের টানা দরপতনের পর সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে গত দিনের তুলনায় টাকার অংকে এদিন কমেছে লেনদেন।
মঙ্গলবার লেনদেন শুরুর পর সূচক ঊর্ধ্বমুখী থাকলেও দুই ঘণ্টার মাথায় পতন হয় সবগুলো সূচকের। এরপর আবারও ঘুড়ে দাঁড়ায় সূচক।
বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৫ পয়েন্টে।
অপর দুই সূচক- ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৪৮২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়ায় ২ হাজার ৬৬১ পয়েন্টে।
মঙ্গলবার ১ হাজার ৩৭৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতদিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৭০ কোটি ৪৩ লাখ টাকা।
লেনদেন হওয়া ৩৭৬টি শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৩৪০টি, কমেছে ২২টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের দাম।