প্রচ্ছদ ›› বাণিজ্য

সূচকের উত্থানে সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক
০২ জুন ২০২২ ১৫:৪৬:২৮ | আপডেট: ৩ years আগে
সূচকের উত্থানে সপ্তাহ শেষ

গতকালের মতো সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন পুঁজিবাজারের প্রধান সূচক বেড়েছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেন এবং অধিকাংশ কোম্পনির শেয়ার দরও বেড়েছে।

আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৩৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৫১.৫৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.১৫ পয়েন্ট বা ০.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪১৫.৭২ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ০.১৭ পয়েন্ট বা ০.০০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ৩৫৫.৬৮ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৭৫ কোটি ১০ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ১৩১ কোটি ৯৮ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭৪৩ কোটি ১২ লাখ টাকার।

আরও পড়ুন- তিন কোম্পানির লেনদেন বন্ধ থাকবে রোববার

ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭৯টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৪৬টির এবং ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।