সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের কিছুটা উত্থানে শেষ হয়েছে লেনদেন। এ দিন তিনটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী। তবে গতদিনের তুলনায় কমেছে লেনদেন।
বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শেষে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৮৪ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৭৫ এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৩২ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ১ হাজার ৩৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার। যা গতকালের চেয়ে ১১৮ কোটি টাকা কম। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৫২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার।
বৃহস্পতিবার লেনদেনে অংশ নেয়া ৩৭৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৪টির, কমেছে ১০৬টির আর অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ারের দাম।