দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের কিছুটা উত্থানে শুরু হয়েছে লেনদেন। এদিন সবকটি সূচকই ঊর্ধ্বমুখী।
বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শুরুর আধাঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৮৩৩ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৪৩৫ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২ হাজার ৫৭৬ পয়েন্টে।
গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন ৭০৮ কোটি টাকার শেয়ার।