ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে।
সোমবার বেলা সাড়ে দশটা পর্যন্ত ডিএসইতে ২৫৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এসময় ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৫০ টির, কমেছে ৩২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৮ টির।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই,র প্রধান সূচক ডিএসইক্স ৩.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০১.২০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৮.৮১ পয়েন্টে।
ডিএস৩০ সূচক ৬.০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০৭.২৮পয়েন্টে।