প্রচ্ছদ ›› বাণিজ্য

সূচকের পতনে লেনদেন কমেছে হাজার কোটি

নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২২ ১৫:২৭:৩৩ | আপডেট: ২ years আগে
সূচকের পতনে লেনদেন কমেছে হাজার কোটি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। আগের দিনের তুলনায় বুধবার ডিএসইতে ১ হাজার ২৪ কোটি ১১ লাখ টাকা কম লেনদেন হয়েছে।

বুধবার ডিএসইতে ২ হাজার ৮৩২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ ডিএসইতে ১ হাজার ৮০৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসই'র প্রধান সূচক ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৫১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৩৬ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৭৪ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৪টির।