ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। এ দিন গতকালের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণও।
বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৩১ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪২৭ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করে ২ হাজার ৫২২ পয়েন্টে।
বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭৩৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার। যা গতকালের চেয়ে ১৩৭ কোটি টাকা কম। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৭১ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার।
আজ ডিএসইতে মোট ৩৭৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টির, দর কমেছে ১৯৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ারের দর।