প্রচ্ছদ ›› বাণিজ্য

সূচকের ব্যাপক পতনে লেনদেনও কমেছে

নিজস্ব প্রতিবেদক
১৮ মে ২০২২ ১৫:৫৭:০৭ | আপডেট: ১ year আগে
সূচকের ব্যাপক পতনে লেনদেনও কমেছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার আইটি, বীমা খাত, এনবিএফআইসহ অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতনে শেষ হয়েছে লেনদেন। এদিন বেশিরভাগ খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারেই দর কমেছে। টাকার অংকে লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে।

আজ ডিএসইতে ৭৬২ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৭৭৯ কোটি ৭৬ লাখ টাকার।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৯৩.৫৮ পয়েন্ট বা ১.৪৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৯ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৭.২৬ পয়েন্ট বা ১.২২ শতাংশ কমে ১ হাজার ৩৯১ এবং ডিএস৩০ সূচক ২৭.১৮ পয়েন্ট বা ১.১৪ শতাংশ কমে দাঁড়ায় ২ হাজার ৩৩৬ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ৩১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।