প্রচ্ছদ ›› বাণিজ্য

সূচকের সাথে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর ২০২২ ১৪:৫৭:২১ | আপডেট: ২ years আগে
সূচকের সাথে বেড়েছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। সেই সাথে বেড়েছে লেনদেন। বুধবার ডিএসইতে ৪৪৯ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ১১৫ কোটি ৩২ লাখ টাকা বেশি শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৩৩৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩৫ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২১৪ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৭টির।