প্রচ্ছদ ›› বাণিজ্য

সূচকের সামান্য উত্থান হলেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল ২০২৩ ১৭:০৬:৫০ | আপডেট: ২ years আগে
সূচকের সামান্য উত্থান হলেও কমেছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের নামমাত্র উত্থান হলেও কমেছে লেনদেন।

ডিএসই- সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ৪১১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৩১ কোটি ৪৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৪২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৯ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনকৃত কোম্পনিগুলোর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০১টির।