প্রচ্ছদ ›› বাণিজ্য

সূচকের সামান্য উত্থানে কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
২৩ জুন ২০২২ ১৫:১৭:১১ | আপডেট: ৩ years আগে
সূচকের সামান্য উত্থানে কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

বৃহস্পতিবার দিনশেষে সবগুলো সেক্টরের কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে পাট এবং সিমেন্ট খাতের কোম্পানিগুলোর।

পাট খাতের শতভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। সিমেন্ট খাতের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৭১.৪৩ শতাংশের শেয়ার দর। দর বাড়ার তালিকায় তৃতীয় স্থানে সিরামিক খাত। আজ এ খাতের ৬০ শতাংশ কোম্পানির দর বেড়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৬৮৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০ কোটি ৬২ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৬৯৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই’র প্রধান সূচক বা ডিএসইএক্স ৯.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩২৭ দশামিক ৬৫ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮২.৯২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৮ দশমিক ৬০ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনেকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৫ টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪ টি কোম্পানির শেয়ার দর।