প্রচ্ছদ ›› বাণিজ্য

সূচকের সামান্য পতনে কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
০৮ ডিসেম্বর ২০২২ ১৬:০৭:৩৬ | আপডেট: ২ years আগে
সূচকের সামান্য পতনে কমেছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে বৃহস্পতিবার। সেই সাথে কমেছে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ২৯৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে ১৫ কোটি ৫৮ লাখ টাকা কম শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন বুধবার ডিএসইতে ৩১১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২৭ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০৩ পয়েন্টে।

ডিএসইতে লেনদেকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৮টির।