প্রচ্ছদ ›› বাণিজ্য

সূচকের সামান্য পতনে লেনদেনে ধস

নিজস্ব প্রতিবেদক
০৬ জুলাই ২০২২ ১৫:১৫:৫৫ | আপডেট: ৩ years আগে
সূচকের সামান্য পতনে লেনদেনে ধস

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। সূচকের সামান্য পতন হলেও আজ ডিএসইতে লেনদেনে ধস নেমেছে। সেই সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

এদিন ওষুধ, জীবন বীমা এবং কাগজ খাতের কোম্পানিগুলোর বেশিরভাগের শেয়ার দর বেড়েছে।

বুধবার ডিএসইতে ৭৪৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৯৬০ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন হয়েছিল। সে হিসেবে লেনদেন কমেছে ২১৩ কোটি ১৬ লাখ টাকার।

আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৬.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৬৬.০৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ০.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৯.১৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২.০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৯ দশমিক ৮৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১১৮ টির, কমেছে ২১০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ টি কোম্পানির শেয়ার দর।