প্রচ্ছদ ›› বাণিজ্য

স্বর্ণের ব্যবসা নিয়ে সাকিবের কাছে জানতে চাইলো বিএসইসি

টিবিপি ডেস্ক
২২ মে ২০২২ ২২:০৮:২২ | আপডেট: ৩ years আগে
স্বর্ণের ব্যবসা নিয়ে সাকিবের কাছে জানতে চাইলো বিএসইসি
সংগৃহীত

সাকিবের মালিকানাধীন স্বর্ণ ব্যবসার সঙ্গে যুক্ত দুটি কোম্পানির বিষয়ে জানতে চেয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা-বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি।

ইতিমধ্যে সাকিবের দুই প্রতিষ্ঠান রিলায়েবল কমোডিটি এক্সচেঞ্জ কোম্পানি ও বুরাক কমোডিটি এক্সচেঞ্জ কোম্পানি-র কাছে চিঠি দিয়েছে বিএসইসি।

উত্তর জানানোর জন্য ২৫ মে' পর্যন্ত সময় দেয়া হয়েছে প্রতিষ্ঠান দুটিকে।

এর আগে গত ২২ এপ্রিল সাকিব বনানীর একটি শোরুমে সোনার বার চালুর ঘোষণা দেন।

কিন্তু স্বর্ণ ব্যবসায় নামলেও সাকিবের প্রতিষ্ঠান কমোডিটি এক্সচেঞ্জের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি থেকে অনুমোদন নেয়নি।