স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কক্সবাজারে হোটেল সি প্যালেসে প্রতিষ্ঠানটির ‘বার্ষিক বিক্রয় সম্মেলন-২০২৩’ অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী বিক্রয় লক্ষ্য অর্জনের জন্য সবাইকে ধন্যবাদ জানান।
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ৩০ টিরও বেশি দেশে খাদ্য পণ্য রপ্তানি করছে। বিশ্বমানের খাদ্য প্রস্তুতকারক হিসেবে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ভোক্তাদের আস্থা অর্জন করেছে।
আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী। সম্মেলন সম্মেলন শেষে তিনি ‘পারফরমার অফ ২০২২’ প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপ চেয়ারম্যান জনাব স্যামুয়েল এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী, চিফ অপারেটিং অফিসার জনাব পারভেজ সাইফুল ইসলাম, প্রধান অর্থায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল জাবেদ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।