প্রচ্ছদ ›› বাণিজ্য

স্কয়ার ফার্মার আয় বেড়েছে ১৩.৯৮ শতাংশ

আনিসুর রহমান সুমন
০৭ ডিসেম্বর ২০২২ ২০:৪৯:৩১ | আপডেট: ২ years আগে
স্কয়ার ফার্মার আয় বেড়েছে ১৩.৯৮ শতাংশ

দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারক কোম্পানি স্কয়ার ফার্মার ২০২১-২২ অর্থবছরে নিট মুনাফা হয়েছে ১ হাজার ৮১৮ কোটি টাকা। যা আগের অর্থবছরের তুলনায় ১৩.৯৮ শতাংশ বেশি। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ১ হাজার ৫৯৫ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরে স্কয়ার ফার্মার শেয়ার প্রতি আয় হয়েছে ২০.৫১ টাকা। আগের অর্থবছরে ছিল ১৭.৯৯ টাকা।

সম্প্রতি প্রকাশিত কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরের প্রকাশিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২০২১- ২২ অর্থবছরে রপ্তানি বেড়েছে ১২.৫৮ শতাংশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির কোম্পানিটির আলোচ্য অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল ১৭০ কোটি টাকা। গত অর্থবছরে এর পরিমাণ ছিল ১৫১ কোটি টাকা।

স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বার্ষিক প্রতিবেদনে বলেছেন, ২০২১-২২ অর্থবছরে স্কয়ার ফার্মার মোট সম্পদ আগের অর্থবছরের তুলনায় ১২.৬২ শতাংশ বেড়েছে। আগের বছরের তুলনায় কোম্পানিটির রাজস্ব আয় ১৩.৯৮ শতাংশ বেড়েছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির রাজাস্ব আয় হয়েছে ৬ হাজার ৬৪১ কোটি টাকা। আগের বছরে এর পরিমাণ ছিল ৫ হাজার ৮৩৫ কোটি টাকা।’

কোম্পানিটির ২০২১- ২২ অর্থবছরে রপ্তানি বেড়েছে ১২.৫৮ শতাংশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির কোম্পানিটির আলোচ্য অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল ১৭০ কোটি টাকা। গত অর্থবছরে এর পরিমাণ ছিল ১৫১ কোটি টাকা।

স্কয়ার ফার্মার পরিচালনা পর্ষদ ২০২২ সালের জুনে শেষ হওয়া বছরের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা কোম্পানির ইতিহাসে সর্বোচ্চ।

লভ্যাংশের চূড়ান্ত অনুমোদন একটি ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া তার বার্ষিক সাধারণ সভা (এজিএম) থেকে আসবে বলে আশা করা হচ্ছে।

২০২২ সালের জনু শষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনএভি) হয়েছে ১১৬.৭০ টাকা। আগের বছরে যা ছিল ১০২.৫৪ টাকা।

২০২০-২১ অর্থবছরে স্কয়ার ফার্মা কোম্পানি তার শেয়ারহোল্ডারদের জন্য ৬০ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ করেছিল।

দেশের ৩.২ বিলিয়ন ডলারের ফার্মাসিউটিক্যালস বাজারে ১৭.২ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে স্কয়ার ফার্মা বাংলাদেশের সবচেয়ে বড় ওষুধ প্রস্তুতকারক।