প্রচ্ছদ ›› বাণিজ্য

স্বয়ংক্রিয়ভাবে কর আদায়ে এনবিআরে ই-টিডিএস চালু

নিজস্ব প্রতিবেদক
০৬ অক্টোবর ২০২১ ১৭:৪৭:৪৫ | আপডেট: ৩ years আগে
স্বয়ংক্রিয়ভাবে কর আদায়ে এনবিআরে ই-টিডিএস চালু

উৎসে কর কর্তন ও কর সংক্রান্ত মামলা জট কমানোসহ কর আর্থিক শৃঙ্খলা জোরদার করতে ই-টিডিএস সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ই-টিডিএস উদ্বোধন করেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী।

কর্মকর্তারা বলছেন, জাতীয় রাজস্ব বোর্ডের উদ্ভাবিত এই ডিজিটাল প্লাটফর্ম ফাঁকি কমানোর পাশাপাশি কর আদায়ও বাড়াবে।

অনুষ্ঠানে জানানো হয়, আয়কর আইনে ৩৪টি ধারায় উৎসে কর কর্তন এবং ১৯টি ধারায় উৎসে কর সংগ্রহ করার বিধান রয়েছে। এই ৫৩টি ধারার অধীনে উৎসে কর কর্তন ও সংগ্রহ ম্যানুয়ালি মনিটরিং করা সময়সাপেক্ষ।

উৎসে কর কর্তন করে প্রত্যেকটি উৎসে কর কর্তন কর্তৃপক্ষকে দুটি অর্ধবার্ষিক রিটার্ন এবং ২৪টি মাসিক বিবরণীসহ সর্বমোট ২৬টি রিপোর্ট দাখিল করতে হয়। এছাড়া নির্ধারিত হারে কর কর্তন, সঠিক কোডে ও যথা সময়ে উৎসে কর জমাদান উৎসে কর কর্তন কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ।  

নতুন উদ্ভাবিত এ অটোমেশন ব্যবস্থা কার্যকরের পর আয়কর প্রশাসনের রাজস্বের প্রধান খাত উৎসে কর ব্যবস্থাপনায় আর্থিক শৃঙ্খলা জোরদারকরণে সহায়ক ভূমিকা পালন করবে। ফলে রাজস্ব ফাঁকি কমবে এবং রাজস্ব আদায় বাড়বে।  

এর আগে ২০২০ সালের মে মাসে ই-টিডিএস সিস্টেমের কাজ শুরু হয়। গত বছরের ১ ডিসেম্বর ই-টিডিএস সিস্টেমের টেস্ট রান কার্যক্রম ও ই-টিডিএস ল্যাব উদ্বোধন হয়।