প্রচ্ছদ ›› বাণিজ্য

স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৬৬ টাকা

নিজস্ব প্রতিবেদক
২১ মার্চ ২০২৩ ২১:১২:২৭ | আপডেট: ২ years আগে
স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৬৬ টাকা
(ফাইল ছবি)

গত শনিবার ভরি প্রতি স্বর্ণের দাম এক লাফে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ৭৯৪ টাকা নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সেখান থেকে মঙ্গলবার ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাজুস।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এখন ভালো মানের এক ভরি স্বর্ণ কিনতে খরচ হবে ৯৭ হাজার ৬২৮ টাকা, যা এ‌তদিন ছিল ৯৮ হাজার ৭৯৪ টাকা। আগামীকাল বুধবার থেকে নতুন এই দাম কার্যকর হবে।

গত ২৯ ডিসেম্বর প্রতি ভরি স্বর্ণের (২২ ক্যারেট) দাম ১ হাজার ১৬৬ টাকা থেকে বাড়িয়ে ৮৮ হাজার ৪১৩ টাকা হয়। এরপর ৭ জানুয়ারি ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৯০ হাজার ৭৪৬ টাকা করা হয়। এরপর ১৪ জানুয়ারি ২ হাজার ৬৮৩ টাকা বেড়ে প্রতি ভরি স্বর্ণের দাম হয় ৯৩ হাজার ৪২৯ টাকা। এর মধ্যে ৪ ও ২৫ ফেব্রুয়ারি স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা করে কমানো হয়।