প্রচ্ছদ ›› বাণিজ্য

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে “র‌্যাংগস বিজয় উৎসব”

নিজস্ব প্রতিবেদক
০৬ ডিসেম্বর ২০২১ ১৬:০৪:১৮ | আপডেট: ৩ years আগে
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে “র‌্যাংগস বিজয় উৎসব”

“র‌্যাংগস বিজয় উৎসব” অফার এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করলো বাংলাদেশের জনপ্রিয় ইলেক্ট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান সনি-র‌্যাংগস।

রাজধানীর বাংলামোটরের সোনারতরী টাওয়ারে অবস্থিত নিজস্ব শোরুমে এর উদ্বোধন করা হয়।

"র‌্যাংগস বিজয় উৎসব" - ক্যাম্পেইন এ বরাবরের মতোই সেরা মানের ইলেকট্রনিক্স পণ্যের নিশ্চয়তা নিয়ে এবারের বিজয় উৎসব উপলক্ষে ক্রেতাসাধারণের জন্য থাকছে আকর্ষণীয় সব অফার ও ডিসকাউন্ট।

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে থাকছে বিজয় উৎসব অফার মূল্যের উপরে বিশেষ ডিসকাউন্ট সুবিধা। সনি ও র‌্যাংগস এলইডি টিভির সাথে মডেল ভেদে ইজঅঠওঅ ঢজ টিশার্ট, সনি সাউন্ডবার ও ইড়হমড় ডিজিটাল ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম এর বাৎসরিক সাবস্ক্রিপশন ফ্রি গিফট হিসেবে থাকছে।

মডেল ভেদে এলজি এলইডি টিভি ক্রয়ে এলজি ওয়াটার ফিল্টার (খএ-ডড১৪০ঘচ) ফ্রি গিফট হিসেবে বা বান্ডল ডিসকাউন্ট প্রযোজ্য হবে। কেলভিনেটর ও র‌্যাংগস এসি ক্রয়ে ফ্রি গিফট হিসেবে ১টি করে র‌্যাংগস ঝিলিক স্মার্ট মডেলের সিলিং ফ্যান থাকছে।

নির্দিষ্ট মডেল ভেদে কেলভিনেটর ও র‌্যাংগস রেফ্রিজারেটর ক্রয়ে ফ্রি গিফট হিসেবে একটি করে র‌্যাংগস ওয়াশিং মেশিন, এলজি ওয়াটার ফিল্টার বা র‌্যাংগস টোস্টার থাকছে।

এলইডি টিভি, রেফ্রিজারেটর, ফ্রিজার ও ওভেন এর জন্য থাকছে গ্রেট এক্সচেঞ্জ অফার। যেকোন সাইজের সচল বা অচল এলইডি টিভি, রেফ্রিজারেটর, ফ্রিজার ও ওভেন এক্সচেঞ্জ করে নতুন পণ্য ক্রয়ে ক্রেতা পাচ্ছেন সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। জিপি ষ্টার গ্রাহকদের জন্য থাকছে অতিরিক্ত ৫% বা সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা।

এছাড়াও জিপি ষ্টার ক্রেতার জন্য থাকছে "গ্রামীনফোন" এর সৌজন্য "চলো বাংলাদেশ" টি শার্ট। স্টক থাকা পর্যন্ত যা জিপি ষ্টার গ্রাহকদের দেয়া হবে। ৯ই ডিসেম্বর, ২০২১ থেকে ৩১ই ডিসেম্বর, ২০২১ পর্যন্ত ক্যাম্পেইন চলাকালে ক্রেতা এই অফারের আওতায় তার কেনাকাটার পর পণ্যের অফার মূল্য সম্পূর্ণ নগদ -এ পেমেন্ট করলে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।

"র‌্যাংগস বিজয় উৎসব" - ক্যাম্পেইন উদ্বোধন করেন র‌্যাংগস ইলেক্ট্রনিক্স লিঃ -এর ম্যানেজিং ডিরেক্টর জনাব একরাম হোসেন ও সম্মানিত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, মিস. বিনাস হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মার্কেটিং, রিটেইল সেলস, সেলস, কর্পোরেট সেলস এবং সকল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনের দিন থেকেই দেশব্যাপী সকল সনি-র‌্যাংগস শো-রুমে চলতে থাকে অগণিত ক্রেতাদের উপচেপড়া ভীড়। আগামি ৩১ই ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সকল বিক্রয় মাধ্যমে একযোগে চলবে। তবে অতিরিক্ত চাপ এবং কোন প্রকার কারণ দর্শানো ছাড়াই যেকোনো মুহুর্তে সনি-র‌্যাংগস কর্তৃপক্ষ অফার এর কার্যক্রম বন্ধ করতে পারবেন।

গত ৩৮ বছর ধরে র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সাথে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এর ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে। যাবতীয় স্বাস্থ্যসুরক্ষা মেনেই এই অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়।