আজ থেকে শিথিল করা হয়েছে করোনাভাইরাস প্রতিরোধে চলমান কঠোর লকডাউন। দীর্ঘ ১৯ দিন পর লকডাউন শিথিল হওয়ায় স্বাভাবিক নিয়মে ফিরেছে ব্যাংকিং কার্যক্রম। এছাড়া খোলা থাকছে ব্যাংকের সব শাখা ও অফিস।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে।
তবে লেনদেন পরবর্তী ব্যাংকের অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা করার জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।
এজন্য গত ৯ আগস্ট বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১১ আগস্ট থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। তবে অফিসের কর্ম পরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সকল ক্ষেত্রেই মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।
এতে আরও বলা হয়েছে, করোনার কারণে ব্যাংক সেবা, শাখা খোলা ও কর্মীদের বিষয়ে যেসব নির্দেশনা ছিল, বুধবার থেকে তার কোনোটাই আর কার্যকর থাকবে না। তবে অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রেখে সেবা দিতে হবে। পাশাপাশি মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এর আগে ঈদুল আজহা উপলক্ষে ২২ জুলাই পর্যন্ত ৯ দিন লকডাউন শিথিল করে সরকার। এরপর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত ১৪ দিনের জন্য সর্বাত্মক কঠোর লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
এরপর আন্তঃমন্ত্রণালয়ের সভায় লকডাউন আরও পাঁচদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। শেষ পর্যন্ত ১০ আগস্ট মধ্যরাতে শেষ হয়েছে দীর্ঘ ১৯ দিনের লকডাউন।