প্রচ্ছদ ›› বাণিজ্য

হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাখাওয়াত হোসেন

নিজস্ব প্রতিবেদক
০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২৫:৫৩ | আপডেট: ১ year আগে
হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাখাওয়াত হোসেন

সম্প্রতি লিডার্স ফোরাম বিডি আয়োজিত লিডারশিপ এক্সিলেন্স সামিট-২০২২ এ “হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম লিডারশিপ” ক্যাটগরিতে মোঃ সাখাওয়াত হোসেনকে সেরা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে হসপিটালিটি ও ট্যুরিজমের ক্ষেত্রে অসাধারণ ব্যবসায়িক অবদান এবং নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার পেয়েছেন।

পুরস্কারটি তাকে তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এনকেএ মবিন, এলএফবির প্রতিষ্ঠাতা ও সভাপতি খন্দকার কবির, এলএফবি ভাইস-প্রেসিডেন্ট হালিদা হানুম আক্তার, ট্রাস্টি বোর্ড, জুরি বোর্ড এবং এলএফবি উপদেষ্টারা।

এ সময়ে অনুষ্ঠিত ‘স্মার্ট বাংলাদেশের দিকে টেকসই নেতৃত্ব: সমস্যা ও চ্যালেঞ্জ’ শীর্ষক প্যানেল আলোচনায় কয়েকজন অতিথি বক্তার মধ্যে সাখাওয়াত হোসেনও ছিলেন।

বর্তমানে সাখাওয়াত হোসেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি এর সিইও এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের পরিকল্পনা ও উন্নয়নের স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে স্নাতকোত্তর এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

ব্যাংকিং, স্বাস্থ্য, আতিথেয়তা, আরএমজি, রিয়েল এস্টেট, ফিন্যান্স ইত্যাদির মতো বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বের দক্ষতার স্বীকৃতি দেওয়ার জন্য এই শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। যেখানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৩ জন নেতাকে পুরস্কৃত করা হয়েছে।

অনুষ্ঠানে দেশের ২৩টি সেক্টরের ২০০ জন নেতা অংশগ্রহণ করেন। নেতারা তাদের কর্মজীবনের অভিজ্ঞতা, স্বপ্ন, মিশন এবং এলএফবি এর দৃষ্টিভঙ্গি সম্পর্কে কথা বলেন।