প্রচ্ছদ ›› বাণিজ্য

প্রণোদনা পাবে হালাল মাংস রপ্তানিকারকরা

নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩৫:০৩ | আপডেট: ২ years আগে
প্রণোদনা পাবে হালাল মাংস রপ্তানিকারকরা

২০২২-২০২৩ সালের চলতি অর্থবছরে রপ্তানি আয়ের বিপরীতে ৪৩টি পণ্যকে সরকারি প্রণোদনা বা নগদ আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত এ প্রণোদনা দেয়া হবে। নগদ প্রণোদনার হার হবে ১ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত।

সোমবার বাংলাদেশ ব্যাংকের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রপ্তানি করা হালাল মাংস থেকে প্রক্রিয়াজাত পণ্য নগদ প্রণোদনার যোগ্য হবে। চলতি অর্থবছরে ৪ শতাংশ নগদ প্রণোদনা পাবেন স্বাধীন রপ্তানিকারকরা। তবে ইউনাইটেড কিংডমে (ইউকে) টেক্সটাইল পণ্য রপ্তানি সহায়তার জন্য যোগ্য হবে না।

এছাড়াও গত অর্থবছরের মতো প্রণোদনা অব্যাহত থাকবে বেজা, বেপজা, এইচটিপির মতো বিশেষ অঞ্চলে কর্মরত রপ্তানিকারকদের।

বাংলাদেশ ব্যাংকের এমন উদ্যোগের প্রশংসা করছেন ব্যবসাসংশ্লিষ্টরা। তারা বলছেন, রপ্তানি বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করবে এ প্রণোদনা।

কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চলতি অর্থবছরের জন্য নগদ প্রণোদনা সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।