দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে তিনদিনের জন্য বিধি-নিষেধ আরোপ করেছে সরকার। এছাড়া আগামী ১ জুলাই থেকে সারা দেশে চলবে সর্বাত্মক লকডাউন। সর্বাত্মক লকডাউনেও খোলা থাকবে বাণিজ্যিক ব্যাংক। তবে ব্যাংকের লেনদেন চলবে সীমিতব আকারে।
রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। তবে আগামী তিনদিন আগের নিয়মেই চলবে ব্যাংকিং কার্যক্রম।
এ প্রসঙ্গে সিরাজুল ইসলাম বলেন, ‘৩০ জুন পর্যন্ত আগের নিয়মে ব্যাংকিং কার্যক্রম চলবে। ১ জুলাই থেকে নতুন নিয়মে ব্যাংকের লেনদেন হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তি জারি করবে।’
করোনার সংক্রমণ রোধে সোমবার থেকে বিধি-নিষেধ আরোপ করেছে সরকার। রোববার বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
সোমবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত তিনদিনের জন্য এ বিধি-নিষেধ কার্যকর থাকবে। এসময় রিকশা ও পণ্যবাহী যানবাহন ছাড়া সকল ধরণের গণপরিবহন বন্ধ থাকবে। এছাড়াও শপিংমল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।
এর আগে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১ জুলাই থেকে পরবর্তী সাত দিনের জন্য দেশজুড়ে সর্বাত্মক কঠোর লকডাউন কার্যকর থাকবে।