দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের জন্য চারটি পৃথক প্রস্তাব অনুমোদন করেছে সরকার। একইসঙ্গে ৪০ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৩তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করার সময় মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন জানান, সভায় মোট সাতটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে হয়েছে।
তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) প্রায় ১১৫ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে মুনতাজাত, কাতার থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক দানাদার ইউরিয়া সার এবং কর্ণফুলী সার কোম্পানির কাছ থেকে প্রায় ১১৯ কোটি ১৮ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনবে।
এছাড়া রাষ্ট্রীয় চুক্তির আওতায় সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের কাছ থেকে প্রায় ১১৫ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক দানাদার ইউরিয়া সার কিনবে বিসিআইসি। একইসঙ্গে ১১৪ কোটি ৩০ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন বাল্ক প্রিল্ড ইউরিয়া সার ক্রয় করা হবে।
শামসুল বলেন, সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরেকটি প্রস্তাব অনুমোদিত হয়েছে যার অধীনে প্রায় ১৭৪ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৪০ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল সংগ্রহ করবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।