প্রচ্ছদ ›› বাণিজ্য

১ হাজার কোটি টাকার বন্ড ইস্যু করবে পূবালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
১২ মে ২০২২ ১৩:২৮:৪৫ | আপডেট: ৩ years আগে
১ হাজার কোটি টাকার বন্ড ইস্যু করবে পূবালী ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেড ১ হাজার কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্র বলছে, ব্যাংকটি ব্যাসল-৩ এর অধীনে টিয়ার-২ শর্তপূরণে বন্ড ইস্যু করবে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক ফাইলিংয়ে বলা হয়, ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে তালিকাভুক্ত ব্যাংকগুলো তাদের মূলধনের ভিত্তি শক্তিশালী করতে আয় ব্যবহার করতে পারবে।

বৃহস্পতিবার লেনদেনের প্রথম এক ঘণ্টায় পূবালী ব্যাংকের শেয়ারের দর ছিল ২৬ টাকা ৬০ পয়সা, বুধবার থেকে শেয়ারদর বেড়েছে ৩.৫ শতাংশ। গত বছর জুড়ে দাম বেড়েছে ২৩.৪০ টাকা থেকে ৩১ টাকার মধ্যে।