প্রচ্ছদ ›› বাণিজ্য

১০ কোম্পানির দখলে সাপ্তাহিক লেনদেনের ৩১.৫৪ শতাংশ

আনিসুর রহমান সুমন
২৪ ডিসেম্বর ২০২২ ১৪:১৬:০৩ | আপডেট: ২ years আগে
১০ কোম্পানির দখলে সাপ্তাহিক লেনদেনের ৩১.৫৪ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৬৮১ কোটি ২০ লাখ ৭ হাজার ৬৫২ টাকার শেয়ার। এ পরিমাণ লেনদেনের ৩৩.৭৫ শতাংশই করেছে ১০ টি কোম্পানি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ তালিকার শীর্ষে রয়েছে মুন্নু সিরামিক লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ১ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটি ১৩৮ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার টি শেয়ার হাতবদল করেছে। গত সপ্তাহে কোম্পানিটি ডিএসই’র মোট লেনদেনের ৮.২৬ শতাংশ সম্পন্ন করেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৯১ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৪ কোটি ৬৫ লাখ ১৭ হাজার টাকা। গত সপ্তাহের ডিএসই’র মোট লেনদেনের ৫.০৪ শতাংশ ছিল এ কোম্পানির দখলে।

বসুন্ধরা পেপার মিলস লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৭৫ লাখ ১১ হাজার ২৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৮ কোটি ৪৭ লাখ ৬৪ হাজার টাকা। গত সপ্তাহে ডিএসই’র মোট লেনদেনের ৩.৪৮ শতাংশ ছিল এ কোম্পানির দখলে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু অ্যাগ্রো ৩.১৬ শতাংশ, জেনেক্স ইনফোসিস ২.৯৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ২.৪২ শতাংশ, ওরিয়ন ফার্মা ২.৩৬ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মা ২.২৪ শতাংশ, অ্যাপেক্স ফুডস ১.৯৬ শতাংশ এবং জেমিনি সী ফুড লিমিটেড ১.৮৬ শতাংশ লেনদেন সম্পন্ন করেছে।

ডিএসইতে লেনদেন কমেছে বড় ব্যবধানে

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৬৮১ কোটি ২০ লাখ ৭ হাজার ৬৫২ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৪৫৫ কোটি ৬৪ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৭৭৪ কোটি ৪৪ লাখ ৪৩ হাজার ১৪৫ টাকার বা ৩১.৫৪ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৫৪.৬১ পয়েন্ট কমে ৬ হাজার ২০২ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১৩ দশমিক ৯৭ পয়েন্ট কমে ২ হাজার ১৯৪ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫.৩২ পয়েন্ট কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯টির, কমেছে ১৪৭টির। আর ২১৫টির দাম ছিল অপরিবর্তিত।