প্রচ্ছদ ›› বাণিজ্য

১০ কোম্পানির দখলে সাপ্তাহিক লেনদেনের ৩৬.৫৫ শতাংশ

আনিসুর রহমান সুমন
০৩ ডিসেম্বর ২০২২ ১৬:৩৯:৪৪ | আপডেট: ১ year আগে
১০ কোম্পানির দখলে সাপ্তাহিক লেনদেনের ৩৬.৫৫ শতাংশ
সংগৃহীত

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২ হাজার ২৪ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার। এ পরিমাণ লেনদেনের ৩৬.৫৫ শতাংশই করেছে ১০ টি কোম্পানি।

কোম্পানিগুলো হলো, জেনেক্স ইনফোসিস লিমিটেড, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, আমরা নেটওয়ার্কস লিমিটেড, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, নাভানা ফার্মা, সী পার্ল বীচ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইস্টার্ন হাউজিং ও ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ছিল জেনেক্স ইনফোসিস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১২৯ কোটি ২৪ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে।

ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে জেনেক্স ইনফোসিস ১২৯ কোটি ২৪ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। এটা ডিএসইর আলোচ্য সপ্তাহের মোট লেনদেনের ৬.৩৮ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৩৬ লাখ ৬১ হাজার ১৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১০ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার টাকা। এটা ডিএসই'র আলোচ্য সপ্তাহের মোট লেনদেনের ৫.৪৬ শতাংশ।

আমরা নেটওয়ার্কস লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৬১ লাখ ১ হাজার ৪৬৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৪ কোটি ৩৮ লাখ ২৮ হাজার টাকা। এটা ডিএসই'র আলোচ্য সপ্তাহের মোট লেনদেনের ৪.১৭ শতাংশ।

খাতভিত্তিক লেনদেনে আইটি খাতের আধিপত্য

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে আইটি খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২২ শতাংশ অবদান রয়েছে এই খাতে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ১৭ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওষুধ-রসায়ন খাত। ১২ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে জীবন বিমা খাত।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে কাগজ খাতে ১০ শতাংশ, সেবা-আবাসন ও প্রকৌশল খাতে ৫ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৪ শতাংশ ও সাধারণ বিমা খাতে ৪ শতাংশ, বিবিধ খাতে ৩ শতাংশ, সিমেন্ট টেলিকমিউকেশন খাতে ২ শতাংশ এবং পাট খাতে ১ শতাংশ লেনদেন হয়েছে।