২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের পর প্রথম কার্যদিবসেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রেকর্ড পরিমাণ লেনদেন হয়েছে। রোববারের লেনদেন ২ হাজার ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে।
এদিন মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৬৬৯.৩৮ কোটি টাকা। সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন হলেও বিগত সাড়ে দশ বছরের ইতিহাসে এটাই ডিএসইর সর্বোচ্চ লেনদেন।
এর আগে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্চে ২ হাজার ১৮২ কোটি টাকার লেনদেন হয়।
ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ লেনদেন হয়েছে ২০১০ সালের ৬ ডিসেম্বর। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় ২ হাজার ৭০১ কোটি টাকা।
রোববার দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক আগের দিনের তুলনায় ১৫.১৩ (.২৫ শতাংশ) পয়েন্ট কমে ৬ হাজার ৩৮.২৯ পয়েন্টে নেমে গেছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ২০১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দরপতন হয়েছে। সিএসইর সিএএসপিআই এদিন ৩৬.৪৫ পয়েন্ট কমেছে। এছাড়া প্রধান মূল্য সূচক কমেছে ২৩.৩২ পয়েন্ট।
এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ১৫৯ কোটি টাকা।