প্রচ্ছদ ›› বাণিজ্য

১১-১৭ মার্চ জাটকা সংরক্ষণ সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক
০৬ মার্চ ২০২৪ ১৫:৪৪:০৭ | আপডেট: ৮ মাস আগে
১১-১৭ মার্চ জাটকা সংরক্ষণ সপ্তাহ

আগামী ১১ থেকে ১৭ মার্চ পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্‌যাপন করা হবে। দেশের ইলিশ সমৃদ্ধ ২০টি জেলায় এই সপ্তাহ উদ্‌যাপন করা হবে বলে জানিয়েছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।

সচিবালয়ে আজ বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা জানান।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, এই ৭ দিন ঢাকা মহানগরীর সকল মাছ ঘাট, আড়ত ও বাজারে জাটকা বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। সেই সঙ্গে নিয়মিত অভিযান জুন পর্যন্ত চলবে।

আব্দুর রহমান বলেন, ‘জাটকা নিধনের সঙ্গে যারা জড়িত তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

মধ্যসত্ত্বভোগীদের কারণে ইলিশের দাম অনেক সময় বেড়ে যায় জানিয়ে মন্ত্রী বলেন, ‘এদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সচেতনতাও তৈরি করতে হবে।’

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ১১ দশমিক ৬ শতাংশ আসে ইলিশ থেকে, যা একক প্রজাতি হিসেবে সর্বোচ্চ। জিডিপিতে ইলিশের অবদান ১ শতাংশের বেশি। ইলিশ উৎপাদনকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষ স্থানে আছে। বাংলাদেশ এজন্যই ইলিশের জিআই পণ্যের মর্যাদা পেয়েছে।’

মন্ত্রী জানান, এ বছর জাটকা সংরক্ষণের প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা।