উত্তর আমেরিকার ক্রেতাদের কাছে পাটের তৈরি পণ্য এবং প্রাকৃতিক আঁশের বৈচিত্র্যময় পণ্য প্রদর্শনের জন্য নিউইয়র্কের শীতকালীন বাণিজ্য মেলায় যাচ্ছে ১৪ বাংলাদেশি এসএমই পণ্য।
আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত নিউইয়র্ক সিটিতে ''এনওয়াই নাও উইন্টার শো''-এ অংশগ্রহণ করতে যাচ্ছে ১৪ বাংলাদেশি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের পণ্য।
বুধবার রাজধানীর ডোরিন হোটেলস অ্যান্ড রিসোর্টে মেলায় অংশ নিতে আসা উদ্যোক্তাদের নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরে এসএমই ফাউন্ডেশন।
১৪ টি এসএমই'এর মধ্যে রয়েছে- অ্যাসিক্স ইন্টারন্যাশনাল, আদর্শলিপি, ডিসাইন বাই রুবিনা, গোল্ডেন জুট প্রোডাক্ট, জারমেটয লিমিটেড, জুট ল্যান্ড বাংলাদেশ, জুট মার্ট এন্ড ক্র্যাফট ইন বাংলাদেশ, জুট মার্ট ইন্টারন্যাশনাল, প্রকৃতি, সামি'স ওয়ার্ল্ড বাংলাদেশ, দ্য জুট ফাইবার বিডি, তুলিকা, সুতার কাব্য লিমিটেড ও কারুজোগ।
এই বাণিজ্য প্রদর্শনী বাংলাদেশের পাট এবং প্রাকৃতিক আঁশজাত পণ্যের রপ্তানি সম্ভাবনা বাড়াবে, আরও কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সহায়তা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ইউএসএআইডি'র অর্থায়নে ফিড দ্য ফিউচার বাংলাদেশ হর্টিকালচার অ্যাক্টিভিটি এবং টিএফও-কানাডা এসএমই ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় ‘কানাডিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেট অ্যাকসেস ফর দ্য এসএমই’ শীর্ষক ৩ দিনব্যাপী রপ্তানি প্রস্তুতি কর্মশালা আয়োজন করে। যেখানে প্রায় ৩৪টি এসএমই অংশ নেয়। এই এসএমইগুলির মধ্যে পূর্বনির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে ১৪টিকে ট্রেড শোতে অংশগ্রহণের জন্য নির্বাচন করা হয়েছে।