প্রচ্ছদ ›› বাণিজ্য

১৬ দিনে রেমিট্যান্স এলো ১.১৭ বিলিয়ন

নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট ২০২২ ১৭:১৯:৪২ | আপডেট: ২ years আগে
১৬ দিনে রেমিট্যান্স এলো ১.১৭ বিলিয়ন

চলতি আগস্ট মাসের ১৬ দিনে দেশে এক বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। বৈদেশিক মুদ্রা বাজারে চলমান অস্থিরতার মধ্যে এ রেমিট্যান্স রিজার্ভের জন্য ভালো লক্ষণ বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ আগস্ট থেকে ১৬ আগস্টের মধ্যে ১ হাজার ১৭১ মিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

যা গত বছরের চেয়ে ১৬.৩০ শতাংশ বেশি। গত বছরের একই সময়ে রেমিট্যান্স আয় ছিল ১ হাজার ৭ মিলিয়ন ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, খোলা বাজার আর ব্যাংকিং চ্যানেলের মধ্যে মার্কিন ডলারের ব্যবধানের কারণে সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্স আয় কমেছে।

এদিকে কয়েক মাস পর চলতি বছরের জুলাইয়ে রেমিট্যান্স আয় ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ২.২ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলছেন, খোলা বাজার ও ব্যাংকিং চ্যানেলের মধ্যে ডলারের দামে ৮-১০ টাকা ব্যবধান রয়েছে। যে কারণে অবৈধ পথ হুন্ডির দিকে ঝুঁকছেন প্রবাসীরা।

এ অবস্থায় রেমিট্যান্সের বিপরীতে নগদ প্রণোদনা ২.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেডা)।

সম্প্রতি এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে বিদেশি মুদ্রা ব্যবসায়ীদের শীর্ষ সংস্থা।