প্রচ্ছদ ›› বাণিজ্য

১৯ প্রতিষ্ঠান পেল ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৯’

নিজস্ব প্রতিবেদক
০৪ নভেম্বর ২০২১ ১৩:০৩:৫২ | আপডেট: ৩ years আগে
১৯ প্রতিষ্ঠান পেল ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৯’

জাতীয় অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য বৃহস্পতিবার ছয়টি বিভাগের অধীনে ১৯টি শিল্প প্রতিষ্ঠানকে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৯’ প্রদান করা হয়েছে।

এর মধ্যে রয়েছে- চারটি বৃহৎ, চারটি মাঝারি, তিনটি ক্ষুদ্র, তিনটি মাইক্রো, দুটি কুটির এবং তিনটি হাইটেক শিল্প প্রতিষ্ঠান।

বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) এর ব্যবস্থাপনা পরিচালক লেজ ইন্ডাস্ট্রিজ ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম পুরস্কার পেয়েছেন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠান দুইটির ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমান ও শেহজাদ মুনিম।

নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প সচিব জাকিয়া সুলতানা।

মাঝারি শিল্পের মধ্যে বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেড প্রথম, নোমান টেরি টাওয়েল মিলস লিমিটেড দ্বিতীয় এবং আউকো টেক্স লিমিটেড এবং ক্রিমসন রোসেলা সীফুড লিমিটেড যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছে।

ক্ষুদ্র শিল্প বিভাগের অধীনে, প্রোম এগ্রো ফুডস লিমিটেড, মাধবদী ডাইং ফিনিশিং মিলস লিমিটেড এবং এপিএস হোল্ডিংস লিমিটেড।

মাধবদী ডাইং ফিনিশিং মিলস লিমিটেড এবং রেভেন এগ্রো কেমিক্যালস লিমিটেডের সাথে মাইক্রো ইন্ডাস্ট্রির মধ্যে মাস্কো ডেইরি এন্টারপ্রাইজ প্রথম স্থান অর্জন করেছে।

কুটির শিল্প বিভাগে কোর দ্য জুট ওয়ার্কস প্রথম এবং শামসুনাহার টেক্সটাইল মিলস দ্বিতীয় স্থান অধিকার করেছে।

এর মধ্যে রয়েছে- হাইটেক ইন্ডাস্ট্রিতে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস লিমিটেড এবং সামিট কমিউনিকেশন লিমিটেড।