প্রচ্ছদ ›› বাণিজ্য

দুই ব্যাংকের বোনাস ডিভিডেন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
২৩ মে ২০২৩ ১৬:৩৯:১৯ | আপডেট: ২ years আগে
দুই ব্যাংকের বোনাস ডিভিডেন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংকের ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত বোনাস ডিভিডেন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংক দুটো হচ্ছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি আলোচ্য বছরে ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ৪ শতাংশ বোনাস।

কোম্পানিটির বোনাস লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ ২৫ মে নির্ধারণ করা হয়েছে।

গ্লোবাল ইসলামী ব্যাংক ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস।
কোম্পানিটির বোনাস ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ৩০ মে নির্ধারণ করা হয়েছে।