ডলারের বিপরীতে গত ২০ বছরে ইউরোর রেকর্ড দর পতন হয়েছে। বিশ্বে তীব্র জ্বালানি সঙ্কটের সঙ্গে ইউরোর এই দরপতন ইউরোপের অর্থনীতির জন্য বড় আকারের হুমকি হয়ে দাঁড়িয়েছে। খবর রয়টার্স।
বৃহস্পতিবার ইউরোর বিনিময় মূল্য দাঁড়িয়েছে ১ দশমিক ০১৮ ডলার। বুধবার এটি ১ দশমিক ০২ এ নেমেছিলো। সর্বশেষ ইউরোর দর পতন এ পর্যায়ে যায় ২০০২ সালে।
রয়টার্স এক প্রতিবেদনে বলছে, ইউরোর দর পতনে ডলার সূচক অভাবনীয় হারে বেড়েছে। ৬টি মুদ্রার বিপরীতে ডলারের বিনিময় মূল্য বিবেচনায় এই সূচক নির্ধারণ করা হয়। এ ক্ষেত্রে ইউরোর পাশাপাশি জাপানের ইয়েন, যুক্তরাজ্যের পাউন্ড স্টার্লিং, কানাডার ডলার, সুইডিশ ক্রোনা ও সুইস ফ্রাঁকে বিবেচনায় নেয়া হয়। এই সূচক ২০ বছরের মধ্যে সর্বোচ্চ ১০৭ দশমিক ২৭ এ পৌঁছায়। দিন শেষে এটি ১০৭ দশমিক ০৩ এ এসে স্থিতিশীল হয়েছে।
ইউরোপের অর্থনীতিতে এমন সময়ে এই দুর্যোগ নেমে আসল যখন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ২০১১ সালের পর প্রথমবারের মতো ঋণের খরচ (ঋণদাতাকে প্রদেয় সুদের হার) বাড়ানোর পরিকল্পনা করছে।
ডলারের বিপরীতে ইয়েনের মূল্য গত মাসের শেষের দিকে ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। প্রতি ডলারের বিপরীতে ১৩৭ ইয়েন পাওয়া যাচ্ছিল সে সময়। তবে বৃহস্পতিবার এই হার কমে ১৩৫ দশমিক ৭৯ ইয়েনে পৌঁছেছে।