প্রচ্ছদ ›› বাণিজ্য

৩০ বছরের নিচে ব্যাংকের পরিচালক নয়: বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪৫:৪৫ | আপডেট: ৩ মাস আগে
৩০ বছরের নিচে ব্যাংকের পরিচালক নয়: বাংলাদেশ ব্যাংক

এখন থেকে চাইলেই যেকোনো বয়সের কেউ কোনো ব্যাংকের পরিচালকের চেয়ারে বসতে পারবেন না। এই পদে বসতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির বয়স ন্যূনতম ৩০ বছর হতে হবে।

রবিবার ব্যাংক-কোম্পানির পরিচালনা পর্ষদের গঠন বিষয়ে এমনই নীতিমালা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

ওই নীতিমালায় আরও বলা হয়েছে, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হতে হলে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তির ১০ বছরের ব্যবস্থাপনা বা পেশাগত অভিজ্ঞতাও থাকতে হবে।

এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ সকল ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠিয়েছে। একইসঙ্গে পরিচালকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত নীতিমালাও প্রকাশ করেছে।