প্রচ্ছদ ›› বাণিজ্য

৩২ কোম্পানির শেয়ারদর বেড়েছে, আধিপত্যে আইটি খাত

আনিসুর রহমান সুমন
০৯ জানুয়ারি ২০২৩ ১৬:৫৯:১৯ | আপডেট: ২ years আগে
৩২ কোম্পানির শেয়ারদর বেড়েছে, আধিপত্যে আইটি খাত
সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনেকৃত কোম্পানিগুলোর মধ্যে ৩২টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। এ তালিকার মধ্যে ৯টিই ছিল আইটি খাতের কোম্পানি। আজ ডিএসইতে দর বাড়ার শীর্ষ তালিকা বা টপ টেন গেইনারেও আইটি খাতের আধিপত্য বজায় ছিল।

আজকের টপ টেন গেইনারের ১০ টির মধ্যে ৪ টিই ছিল আইটি খাতের। শতাংশের হিসেবে এ খাতের ৮০ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

এছাড়াও সোমবার (৯ জানয়ারি) ডিএসইতে ৩৩৪ কোটি ৬৯ লাখ টাকার লেনদেন হয়েছে। এ পরিমাণ লেনদেনের ২০.৬৪ শতাংশই সম্পন্ন করেছে আইটি খাত।

ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

দর বাড়ার শীর্ষ তালিকায় থাকা আইটি খাতের কোম্পানিগুলো হলো

ই-জেনারেশন লিমিটেড, বিডিকম অনলাইন লিমেটেড, এডিএন টেলিকম লিমিটেড এবং জেনেক্স ইনফোসিস লিমিটেড।

আজ ই-জেনারেশন লিমিটেডের শেয়ার দর গতকালের তুলনায় ৪.০৬ শতাংশ বেড়ে টপ টেন গেইনারের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। বিডিকম অনলাইন লিমিটেডের দর বেড়েছে ২.৯৫ শতাংশ। এডিএন টেলিকম লিমিটেড এবং জেনেক্স ইনফোসিস লিমিটেডের শেয়ার দর বেড়েছে যথাক্রমে ২.৮৪ এবং ২.৩১ শতাংশ।

সার্কিট ব্রেকার ছুঁতে পারেনি একটি কোম্পানিও

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সোমবার লেনদেনেকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৩২ টি কোম্পানির, কমেছে ১৩১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬১ টি কোম্পানির শেয়ার দর। দর বাড়ার তালিকায় ৩২টি কোম্পানি থাকলেও দর বাড়ার সর্বোচ্চ সীমা ১০ শতাংশ ছুঁতে পারেনি একটি কোম্পানিও।

অপরদিকে ডিএসইতে তালিকাভুক্ত আইটি খাতের ১১ টি কোম্পানির মধ্যে ৯ টি কোম্পানির দর গতকালের তুলনায় বেড়েছে।

সোমবার (৯ জানুয়ারি) ডিএসইতে সর্বোচ্চ দর বেড়েছে জেমিনি সি ফুডের। এদিন কোম্পানিটির দর গতকালের চেয়ে ৫.৫৯ শতাংশ বেড়েছে। এ তালিকার দ্বিতীয় স্থানে ছিল ই-জেনারেশন লিমিটেড। আজ কোম্পানিটির দর ৪.০৬ শতাংশ বেড়ে টপ টেন গেইনারের দ্বিতীয় স্থানে ছিল। তালিকার তৃতীয় স্থানে ছিল বসুন্ধরা মিলস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩.৯৭ শতাংশ।

টপটেন গেইনারে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইস্টার্ণ হাউজিং লিমিটেড, বিডিকম অনলাইন লিমিটেড, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড, জেএমআই হসপিটাল, মুন্নু সিরামিক এবং জেনেক্স ইনফোসিস লিমিটেড।

সোমবার ডিএসইতে ৩৩৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৫০ কোটি ৪৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ২৮৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সূচকের সামান্য পতনেও বেড়েছে লেনেদেন

সোমবার ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯১ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৩৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গতকালের লেনদেনের তুলনায় ৫০ কোটি ৪৯ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ২৮৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৪টির।