প্রচ্ছদ ›› বাণিজ্য

৩২ দিনের ডিজেল ও নয়দিনের অকটেন মজুদ আছে: বিপিসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই ২০২২ ১৮:৪৬:১৮ | আপডেট: ৩ years আগে
৩২ দিনের ডিজেল ও নয়দিনের অকটেন মজুদ আছে: বিপিসি চেয়ারম্যান
সংগৃহীত

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদ জানিয়েছেন, দেশে বর্তমানে আগামী ৩২ দিনের ডিজেল এবং নয়দিনের অকটেন মজুদ আছে।

বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে জ্বালানি সরবরাহ ও মজুদের বিষয়ে এ কথা বলেন বিপিসি চেয়ারম্যান।

দেশে এক মাসের জ্বালানি তেল মজুদ আছে জানিয়ে তিনি বলেন, ছয় মাসের তেল আমদানিও নিশ্চিত করা আছে।

আগামী ৩০ জুলাই দেশে আরও আরও ৩০ হাজার টন ডিজেল পৌঁছাবে বলেও জানান বিপিসি চেয়ারম্যান।

তিনি জানান, এ মুহূর্তে দেশে ৪ লাখ ৩১ হাজার ৮৩৫ টন ডিজেল মজুদ রয়েছে। আর অকটেন রয়েছে ১২ হাজার ২৩৮ মেট্রিক টন।

এছাড়াও ৪৪ দিনের জেট ফুয়েল এবং ৩২ দিনের ফার্নেস অয়েল মজুদ আছে।