বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের নিচে নেমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আগামী সোমবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (এসিইউ) ১ দশমিক ০৫ বিলিয়ন ডলারের আমদানি বিল জমা দেয়ার কথা রয়েছে।
এসিইউ হল বাংলাদেশসহ সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃআঞ্চলিক লেনদেনের জন্য অর্থ প্রদানের নিষ্পত্তি করার একটি ব্যবস্থা।
কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ৬ মার্চ এসিইউতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের আমদানি বিল পরিশোধ করা হবে।
এই অর্থ প্রদানের পরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারে নেমে যেতে পারে বলে জানান তিনি।