প্রচ্ছদ ›› বাণিজ্য

৪ পৌরসভায় ব্যাংক বন্ধ বুধবার

নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই ২০২২ ১৮:১৬:৩০ | আপডেট: ৩ years আগে
৪ পৌরসভায় ব্যাংক বন্ধ বুধবার

আগামী ২৭ জুলাই বুধবার চার পৌরসভায় নির্বাচন উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।

সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জয়পুরহাট জেলার পাঁচবিবি ও ক্ষেতলাল, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, এবং ঢাকা জেলার দোহার উপজেলা নির্বাচন উপলক্ষ্যে ২৭ জুলাই ২০২২ ভোট গ্রহণের দিন নির্বাচনী এলাকাধীন যে সকল স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে তা বন্ধ রাখাসহ সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন ব্যাংকের শাখা বন্ধ থাকবে।