প্রচ্ছদ ›› বাণিজ্য

৪৬৩ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি ইউনিক মেঘনাঘাটের

নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ ২০২৩ ১৮:২৬:১৫ | আপডেট: ২ years আগে
৪৬৩ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি ইউনিক মেঘনাঘাটের

ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড ১৫ বছর মেয়াদি ৪৬৩ মিলিয়ন ডলারের একটি বৈদেশিক ঋণ প্রাপ্তির চুক্তি করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমেটেডের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে।

ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড হল ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি, স্ট্র্যাটেজিক ফাইন্যান্স লিমিটেড, নেব্রাস পাওয়ার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভি এবং জিই ক্যাপিটাল গ্লোবাল এনার্জি ইনভেস্টমেন্ট বিভি-এর যৌথ উদ্যোগ।

জানা গেছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ২৭০ মিলিয়ন, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক ১১০ মিলিয়ন ডলার এবং জার্মানির ডয়েচ ইনভেস্টিশানস ডিইজি ৪৫ মিলিয়ন ডলার এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ৩৮ মিলিয়ন ডলার ঋণ দেবে।

ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড (ইউএমপিএল) নারায়ণগঞ্জের মেঘনাঘাটে গ্যাসভিত্তিক এ কম্বাইন্ড সাইকেলের বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। দেশের সবচেয়ে বিদুৎকেন্দ্রটির উৎপাদন ক্ষমতা ৫৮৪ মেগাওয়াট।