পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেড সম্প্রতি ব্যবসা সম্প্রসারণের জন্য তিনটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে। প্রতিষ্ঠানগুলো হলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর),স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড এবং মোবাইল অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংক। এসব চুক্তির ফলে কোম্পানিটির প্রতিবছর আয় হবে ২৩০ কোটি টাকা। এনবিআরের সাথে চুক্তি বাস্তবায়নে কোম্পানিটি আগামী ৫ বছরে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জেনেক্স ইনফোসিসের কোম্পানি সচিব মো. জুয়েল রাশেদ সরকার দ্য বিজনেস পোস্টকে বলেন,কোম্পানিটি এনবিআরকে প্রতিবছর ৬০ হাজার করে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) ও সেলস ডাটা কনট্রোলার (এসডিসি) মেশিন সরবরাহ করবে। এজন্য জেনেক্স ইনফোসিস প্রতিবছর প্রায় ২০০ কোটি টাকা করে ৫ বছরে ১ হাজার কোটি বিনিয়োগ করবে। এর ফলে কোম্পানিটির রাজস্ব আয় বাড়বে এবং ভবিষ্যতে শেয়ারহোল্ডারদের ভালো ডিভিডেন্ড দিতে পারবে।
রাজস্ব আহরণে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) প্রযুক্তিগত সেবা দেয়ার লক্ষ্যে ৩ নভেম্বর একটি চুক্তি স্বাক্ষর করেছে জেনেক্স ইনফোসিস। কোম্পানিটির পরিচালনা পর্ষদ রোববার (৬ নভেম্বর) এ চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তির আওতায় আগামী ৫ বছরে ৩ লাখ ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) ও সেলস ডাটা কনট্রোলার (এসডিসি) মেশিন সাপ্লাই এবং ইনস্টল করবে জেনেক্স।
এর ফলে পরবর্তী ৫ বছরে কোম্পানিটির মোট আয় প্রতি বছরে (গ্রস রেভিনিউ) হবে ২১২ কোটি টাকা। চুক্তিটির মেয়াদ ১০ বছর।
চুক্তির শর্তানুযায়ী জেনেক্সকে প্রতিটি জোনে প্রথম বছরে ন্যূনতম বিশ হাজার ইএফডি ও এসডিসি যন্ত্র স্থাপন করতে হবে এবং চুক্তির পাঁচ বছরের মোট ১ লাখ করে তিনটি জোনে পর্যায়ক্রমে ৩ লাখ ভ্যাট যন্ত্র সরবরাহ ও স্থাপন করতে হবে।
এ চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি কাস্টমস এক্সাইজ এবং ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর) এবং কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম) এর এখতিয়ারভুক্ত এলাকা। জোন ২: কাস্টমস এক্সাইজ এবং ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) এবং কাস্টমস এক্সাইজ এবং ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব) এর এখতিয়ারভুক্ত এলাকা এবং ঢাকা পূর্ব জোন ৩ এর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য ফিসক্যাল ডিভাইস ম্যানেজম্যান্ট সিস্টেম( এফিইডিএমএস) সেবা দেবে।
চুক্তি অনুযায়ী জেনেক্স যোগ্য পাইকারী ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস সরবারাহ করবে। এর মাধ্যমে ভ্যাট এবং এবং সম্পূরক শুল্ক আদায়ে পতিষ্ঠানটি সহযোগিতা করবে।
এনবিআরের সাথে ১০ বছর মেয়াদী এ চুক্তির অধীনে কেম্পানিটি ভ্যাট এপিআই সিস্টেম নামে একটি সফটওয়্যার তৈরি করবে যা ইএফডি এবং এসডিসি,র সাথে বর্তমানে বাজারে প্রচলিত ইআরপি এবং পিওএস সিস্টেমের সমন্বয় সাধন করবে।
এছাড়াও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেডের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে সেপ্টেম্বর মাসে একটি চুক্তি করে জেনেক্স। এর ফলে কোম্পানিটির প্রতি বছরে আয় হবে ৬ কোটি টাকা।
একই মাসে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের সাথে ‘এগ্রিমেন্ট ফর মোবাইল ডিভাইস বিজনেস’ নামে একটি চুক্তি করে কোম্পানিটি। এ চুক্তির ফলে কোম্পানিটি প্রতি বছর ১২ কোটি টাকা আয় করতে পারবে বলে আশা করছে।
আইটি কোম্পানিটি গ্রামীনফোন, রবি, এয়ারটেল সহ দেশ বিদেশের ১০০'র বেশি কোম্পানিকে আইটি সংশ্লিষ্ট সেবা দিয়ে আসছে।
জেনেক্স ইনফোসিস ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ১১ কোটি ৩৫ লাখ ৪৬ হাজার ৪০০ টি। এর মধ্যে কোম্পানিটির পরিচালকদের হাতে রয়েছে ৩১.৬৮ শতাংশ শেয়ার।
ডিএসই,র ওয়েবসাইট থেকে প্রাাপ্ত তথ্য অনুযায়ী জেনেক্সের সেপ্টেম্বর মাসের তথ্য অনুযায়ী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২২.৭১ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের হাতে ০.০৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৫.৫৫ শতাংশ শেয়ার।
আজ কোম্পানিটির সর্বশেষ ১০৯.১০ টাকায় লেনদেন হয়।