প্রচ্ছদ ›› বাণিজ্য

৭০০ কোটির ঘরে নামলো ডিএসই’র লেনদেন

নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২১ ১৫:০৯:২৩ | আপডেট: ৩ years আগে
৭০০ কোটির ঘরে নামলো ডিএসই’র লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় শেষ হয়েছে লেনদেন। এদিন লেনদেন নেমে আসে ৭০০ কোটির ঘরে, যা গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, সোমবার ডিএসইতে ৭০৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত ১৯ এপ্রিল ডিএসইতে ৬৯৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে আগের দিনের তুলনায় ১২৮ কোটি ৯১ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৩৭ কোটি ১০ লাখ টাকার।

লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৯৫ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৩০ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৬৭ পয়েন্টে।