প্রচ্ছদ ›› বাণিজ্য

৮ আগস্ট ব্যাংক বন্ধ, লেন‌দে‌নের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক
০৫ আগস্ট ২০২১ ১৬:০১:০৫ | আপডেট: ৪ years আগে
৮ আগস্ট ব্যাংক বন্ধ, লেন‌দে‌নের সময় বাড়ল

করোনাভাইরাসের দ্বিতীয় সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আরও পাঁচদিন বাড়ানোয় ৮ আগস্ট ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে আগামী ৯ ও ১০ আগস্ট সীমিত পরিসরে চলবে ব্যাংকিং কার্যক্রম। 

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ এক সার্কুলারে এ নির্দেশনা জারি করে।

এতে বলা হয়েছে, ‌করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ আগামী ১০ আগস্ট পর্যন্ত বা‌ড়ি‌য়ে‌ছে। এ প‌রি‌প্রেক্ষি‌তে আগামী রোববার ব্যাংক বন্ধ থাকবে। ৯ ও ১০ আগস্ট সীমিত পরিসরে চলবে ব্যাংকিং কার্যক্রম। এসময় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম বিকেল সা‌ড়ে ৪টার মধ্যে শেষ করতে হবে।