প্রচ্ছদ ›› বাণিজ্য

৯ কার্যদিবস পর উত্থানে পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই ২০২২ ১৫:১৮:৩১ | আপডেট: ৩ years আগে
৯ কার্যদিবস পর উত্থানে পুঁজিবাজার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। সেই সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। টানা ৯ কর্মদিবস দরপতনের পর আজ আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৬৩৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৬৮ কোটি ৯৮ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৪৭০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন, ওষুধ, বস্ত্র ও প্রকৌশল খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮২.৯৯পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৩২.৩২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৭৭.১৯ পয়েন্টে।

আজ লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৬ টির, কমেছে ১৩১ টির এবং অপরিবর্তীত রয়েছে ৫৩ টি কোম্পানির শেয়ার দর।