প্রচ্ছদ ›› বাণিজ্য

৮৭ টাকার মিষ্টি খেয়ে জিতলেন ১ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
০৫ সেপ্টেম্বর ২০২২ ১৪:২১:২০ | আপডেট: ২ years আগে
৮৭ টাকার মিষ্টি খেয়ে জিতলেন ১ লাখ টাকা

ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম (ইএফডিএমএস) চালানের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে ৮৭ টাকার মিষ্টি খেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছ থেকে এক লাখ টাকা পুরস্কার জিতেছেন চট্টগ্রামের এক বাসিন্দা।

সোমবার এনবিআরের সম্মেলন কক্ষে ভ্যাটের (ইএফডিএমএস) চালানের লটারির ড্র অনুষ্ঠিত হয়। এসময় ১০১ জন বিজয়ীর ইনভয়েস নম্বর ঘোষণা করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক নীরিক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য) ড. আব্দুল মান্নান শিকদার বলেন, বিক্রি সম্পূর্ণভাবে দেখানো হয়েছে কি না তা পরিদর্শনের জন্য মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। আর ভ্যাট আদায়ে এ ব্যবস্থা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।

একইসাথে কমিশনারেটের সাথে এনবিআরকেও ইএফডিএমএস সম্পর্কে ভোক্তাদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। ভোক্তা ও খুচরা বিক্রেতারা যেন কোনোভাবে হয়রানির শিকার না হোন তা নিশ্চিত করতে হবে।

এসময় নতুন আরও ৩ লাখ ইএফডিএমএস যন্ত্র বসানোর আশা প্রকাশ করেছেন মান্নান। তিনি বলেন, এ ব্যবস্থা রাজস্ব সংগ্রহে বিপ্লব ঘটাবে।

এনবিআর সদস্য (মূসক মূল্যায়ন ও বাস্তবায়ন) মইনুল খান বলেন, আগস্টে ইএফডিএমএসের মাধ্যমে খুচরা বিক্রেতাদের মূল্য সংযোজন কর (ভ্যাট) সংগ্রহ জুলাই থেকে ২৫ শতাংশ বেড়েছে। একইসঙ্গে মেশিনের মাধ্যমে চালান ইস্যু করাও ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷

তিনি আরও বলেন, আগস্টে ইএফডির মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ৩৭ কোটি টাকা এবং ৩০ লাখ চালান ইস্যু করে। গত অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছে ১৬ কোটি টাকা এবং চালান ছিল ১৭ লাখ।

বর্তমানে ৭ হাজার ৩৫৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ৭ হাজার ৭৮৯টি ইএফডি যন্ত্র বসিয়েছে এনবিআর।