ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা বা ৯.৯৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৯০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৫০ পয়সা বা ৮.৩৩ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইর্ন্টাকো রিফুয়েলিং, একমি পেস্টিসাইডস, আইপিডিসি ফাইন্যান্স, বিডি অটোকার্স, গ্লোবাল হেভি কেমিক্যাল, আমরা নেটওয়ার্কস ও সোনালী পেপার লিমিটেড।