প্রচ্ছদ ›› অপরাধ

আরএসআরএম’র ব্যবস্থাপনা পরিচালক আটক

নিজস্ব প্রতিবেদক
০৯ জুন ২০২২ ০৯:২৮:০৩ | আপডেট: ৩ years আগে
আরএসআরএম’র ব্যবস্থাপনা পরিচালক আটক

দেশের অন্যতম শীর্ষ ঋণখেলাপি ও ওয়ারেন্ট ভুক্ত আসামি আরএসআরএম’র ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমানকে রাজধানীর গুলশান থেকে আটক করেছে র‍্যাব।

বুধবার রাতে গুলশানের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বেশ কিছু চেক বই ও ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়,মাকসুদুর রহমান চার দিন আগে গুলশানের একটি বাড়িতে আত্মগোপনে এসেছেন- এমন খবর পেয়ে অভিযান চালায় র‍্যাব। তার বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে ২৫০০ কোটি টাকার বেশি ঋণ নিয়ে তা শোধ না করার অভিযোগ রয়েছে।

এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টিরও বেশি মামলা রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।