প্রচ্ছদ ›› অপরাধ

ইউপি চেয়ারম্যানের শিশু সন্তানকে কুপিয়ে হত্যা

ফরিদপুর প্রতিনিধি
১৮ মে ২০২২ ২১:২৭:৪১ | আপডেট: ৩ years আগে
ইউপি চেয়ারম্যানের শিশু সন্তানকে কুপিয়ে হত্যা
সংগৃহীত

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতির শিশু সন্তান রাফসানকে (১০) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চেয়ারম্যানের স্ত্রী দিলজাহান রত্না(৩৫) গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৮ মে) দুপুর সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, হত্যার সাথে জড়িত এরশাদ মোল্লা নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শালিস বৈঠকের ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় এলাকাবাসী ও সদরপুর থানা পুলিশসূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে ঢেউখালী ইউনিয়নের হরিনা গ্রামের এরশাদ মোল্লার স্ত্রীকে নিয়ে গ্রাম্য শালিস করে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতি। সেই শালিস বৈঠকে এরশাদ মোল্লার স্ত্রীকে জরিমানা করা হয়। একই সাথে এরশাদ মোল্লাকে ভৎসনা করেন ইউপি চেয়ারম্যান।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বুধবার দুপুরে এরশাদ মোল্লা ধারালো অস্ত্র নিয়ে চেয়ারম্যানের বাড়িতে ঢুকে হামলা করে। এসময় চেয়ারম্যানের স্ত্রী দিলজাহান রত্না ও শিশু পুত্র রাফসানকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। শিশুপুত্র রাফসান ঘটনাস্থলেই মারা যায়। আহত দিলজাহান রত্নাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ওসি সুব্রত গোলদার জানান, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।